উপসর্গ কী?
উপসর্গ বাংলা ব্যাকরণের খুব পরিচিত একটি নাম। কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে, যেগুলো অর্থহীন তবে অর্থ- দ্যোতক। এগুলো শব্দের অর্থের সংকোচন, প্রসারন, অন্য কোনো পরিবর্তন সাধন করে নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় উপসর্গ।
ধরি, দেশ একটি উপসর্গ – একে যদি শব্দের পরে বসানো হয় তবে পাওয়া যায়- আদেশ, বিদেশ, উপদেশ।
উপসর্গের প্রকারভেদ
উপসর্গ ৩ ধরনের। যথা:
- সংস্কৃত উপসর্গ
- বাংলা উপসর্গ
- বিদেশি উপসর্গ
এদের মধ্যে সংস্কৃত উপসর্গ ২০ টি, বাংলা উপসর্গ ২১ টি। এই দুই ধরনের উপসর্গের মধ্যে ৪ টি কমন রয়েছে। অর্থাৎ এমন চারটি উপসর্গ যারা সংস্কৃত ও বাংলা উভয় ক্ষেত্রে আছে।
এই চারটি হলো- বি, নি, সু, আ।
অনেক সময় বাংলা কয়টি এবং সংস্কৃত কয়টি তাও গরমিল হয়ে যায়। এজন্যও একটি ছন্দ আছে। এক্ষেত্রে বলা যায় “বাংলার মানুষ কথা বলে বেশি।”
আর এ থেকেই বোঝা যায় বাংলা উপসর্গও বেশি। মানে বাংলা ২১ হলে, সংস্কৃত ২০ টি।
উপসর্গ মনে রাখার কৌশল
যদিও বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু, বাংলা ব্যকারণের নাম শুনলে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে, বাংলা ব্যাকরণে এমন অনেক বিষয় আছে যা আমরা অনেকেই বুঝি না। আর বুঝলেও মনে রাখতে পারি না।
এই যেমন ধরুন উপসর্গ। স্কুলে থাকতে যেমন সমস্য হতো উপসর্গ মনে রাখা নিয়ে। তেমনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকরি পরীক্ষাতেও উপসর্গ মনে রাখা জরুরি হয়ে যায়। তবে যদি উপসর্গ মনে রাখার কৌশল জানা থাকে তাহলে, এই সমস্যায় পড়তে হয় না।
লেখার সূচিপত্র
আর এ থেকেই বোঝা যায় বাংলা উপসর্গও বেশি। মানে বাংলা ২১ হলে, সংস্কৃত ২০ টি।
আরওকিছু লেখা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার কৌশল
এদের সংখ্যা ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ,, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
উদাহরন:
অ = অচেনা, অজানা
অঘা = অঘারাম
অজ = অজপুকুর
অনা = অনাবৃষ্টি
আ = আকাঠা
আড় = আড়চোখে
আন = আনমনা
আব = আবছায়া
ইতি = ইতিহাস
ঊন = ঊনিশ
কদ = কদাকার
কু = কুনজর
নি = নিখুঁত
পাতি = পাতিলেবু
বি = বিফল
ভর = ভরপেট
রাম = রামদা
স = সরব
সা = সাজোয়ান
সু = সুনজর
হা = হাপিত্যেশ
উপরে কতগুলো উপসর্গ নিশ্চয় দেখেছেন। এখন এগুলো মনে রাখা নিশ্চয় অসম্ভব মনে হচ্ছে! কোন সমস্যা নেই। আপনি নিচের চিঠিটা মুখস্ত করে ফেলেন।
সুহাস,
প্রথমেই আদর নিবি। তুই তো জানিসই, তুই আমাদের এই অজপাড়াগাঁয়ের একমাত্র আশা আর ভরসা। আর শোন, কিছু মানুষের অনাচার, কুকথা আর ঐ আড়চোখে তাকানো কে কিন্ত মোটেও পাত্তা দিবি না। তোর জন্য আবরার ঊনত্রিশ টি পাতিলেবু সাথে কয়েকটি কদবেল পাঠিয়েছে। অচেনা জায়গায় গিয়েছিস। আনমনে হয়ে থাকলে খাবি। ভালো লাগবে।
ইতি
অঘারাম
চিঠি পড়া শেষ আশা করি। এবার দেখুন ম্যাজিক। চিঠির প্রতিটি শব্দের মধ্যেই আছে উপসর্গগুলো।
সু (সু), হা (হা), স (স),
প্রথমেই আদর (আ) নি (নি) বি (বি)। তুই তো জানিসই, তুই আমাদের এই অজপাড়াগাঁয়ের (অজ) একমাত্র আশা আর ভরসা (ভর) (সা)। আর শোন, কিছু মানুষের অনাচার (অনা), কুকথা (কু) আর ঐ আড়চোখে (আড়) তাকানো কে কিন্ত মোটেও পাত্তা দিবি না। তোর জন্য আবরার (আব) ঊনত্রিশ (ঊন) টি পাতিলেবু (পাতি) সাথে কয়েকটি কদবেল (কদ) পাঠিয়েছে। অচেনা (অ) জায়গায় গিয়েছিস। আনমনে (আন) হয়ে থাকলে খাবি। ভালো লাগবে।
ইতি (ইতি)
অঘারাম (অঘা) (রাম)
বাংলা উপসর্গ দিয়ে কিছু বাক্যে
ইতিহাস যে কথা কয়।
আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।
ভরদুপুরে তুমি কোথায় যাও?
এতদিন কোথায় গিয়ে নিখোঁজ হয়ে ছিলে?
বিদেশি উপসর্গ মনে রাখার কৌশল
বিদেশি উপসর্গ গুলোর মধ্যেও আছে প্রকারভেদ।
- ফারসি উপসর্গ
- আরবি উপসর্গ
- ইংরেজী উপসর্গ
- হিন্দি- উর্দু উপসর্গ
এই চার ধরনই বিদেশি উপসর্গের অন্তর্ভুক্ত।
ফরাসি উপসর্গ মনে রাখার কৌশল
ফরাসি উপসর্গ ১০ টি। এরা হলো- কার্, দর্, না, নিম্, ফি, বদ্, বে বর্, ব, কম্।
উদাহরণ:
কার্ = কারখানা, কারবার
দর্ = দরদালান, দরপাট্টা
না = নারাজ, নাখোশ
নিম্ = নিমরাজি
ফি = ফি-রোজ, ফি-মাস
বদ্ = বদনাম, বদহজম
বে = বেতার, বেকার
ব = বনাম, বকলম
কম্ = কমজোর, কমবখ্ত
মনে রাখর কৌশল
দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়?
কারখানা তে গিয়ে কিছুর দরদাম না করাই ভালো।
কারখানা (কার্) তে গিয়ে কিছুর দরদাম (দর্) না (না) করাই ভালো।
নিমি ফিরোজার বান্ধবী।
নিমি (নিম্) ফিরোজার (ফি) বান্ধবী।
বদস্বভাব আর বেয়াদবি দুটোই তার মধ্যে আছে।
বদস্বভাব (বদ্) র বেয়াদবি (বে) দুটোই তার মধ্যে আছে।
মিলির বর বোকা কম।
মিলির বর (বর) বোকা (ব) কম (কম্)
ফরাসি উপসর্গ দিয়ে কিছু বাক্যে
কারখানা গিয়েছিলে কখন?
তার অনেক বদমেজাজ।
ছেলেটা বেকার।
আজ ইন্ডিয়া বনাম পাকিস্তান এর ম্যাচ আছে।