তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে?

ক)  হাওয়ার্ড এইচ এইকেন

খ)  জন ভন নিউম্যান

গ) স্কোসিয়া

ঘ) অ্যালান টুরিং

সঠিক উত্তর: অ্যালান টুরিং

ব্যাখ্যা: অ্যালান টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। তিনি তার টুরিং মেশিনের মাধ্যমে গণনা ও অ্যালগরিদম এর ধারণার প্রয়োগ করেন। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নদ্রষ্টা বলা হয়। অনেকে টুরিংকে ‘আধুনিক কম্পিউটারের জনকও’ বলে থাকেন। তার নামানুসারে দেয়া হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের প্রধান সম্মাননা ‘টুরিং পুরষ্কার’। এটিকে কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয়।

Leave a comment