ক) ২৩নং পদ
খ) ৫০নং পদ
গ) ১৩নং পদ
ঘ) ৪৬নং পদ
চর্যাপদ:
– চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
– ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
– কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
– চর্যাপদ গ্রন্থে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
– চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।
– চর্যাপদের ২৪, ২৫, ৪৮ নং পদগুলো পাওয়া যায় নি।
উত্তর: ক
আরো পড়ুন : কোন সাহিত্যিক চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন?
নিচের কোনটি রামাই পন্ডিত রচিত অন্ধকার যুগের কাব্য?
নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন ।